পাকুন্দিয়ায় চরপলাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

dav

সৈয়দুর রহমান সৈয়দ, পাকুন্দিয়া, (কিশোরগন্জ), প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ও দিনভর টান টান উত্তেজনার মধ্যদিয়ে চরপলাশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আশরাফুল ইসলাম নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মোট ৩৫৫ জন অভিভাবক ভোটারের মধ্যে ৩২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সূত্রে জানা যায়, বিকেলে ৪টার পরে ভোট গ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়। এরপর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম।

নির্বাচনে ৭জন প্রতিদ্বন্দ্বির মধ্যে সোহেল মোটরসাইকেল প্রতীক নিয়ে ১৮৮ ভোট পেয়ে প্রথম, মো. নুরুল আমিন হরিন প্রতীক নিয়ে ১৮১ ভোট পেয়ে দ্বিতীয়, মোফাজ্জল হোসেন চেয়ার প্রতীক নিয়ে ১৪১ ভোট পেয়ে তৃতীয় ও আল আমিন আনারস প্রতীক নিয়ে ১৩১ ভোট পেয়ে চতুর্থ অর্জন করে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বির করেন। তার মধ্যে লিপি আক্তার ১৪৯ ভোট পেয়ে নির্বাজিত হয়েছেন।

চরপলাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম জানান, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমূখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী প্রার্থীরা বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ও সার্বিক উন্নয়নে নিজেদের আত্মনিয়োগ করবেন বলে প্রত্যাশা করেন তিনি।