পাকুন্দিয়ার সুখিয়া বাজারে নিয়ম অমান্য করে রাতে চলছে টিসিবির পন্য বিক্রি!

পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ নিয়ম না থাকলেও পাকুন্দিয়ায় রাতে পণ্য বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র ডিলার। মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলার সুখিয়া বাজারের আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাত ৯ টার দিকে এমন চিত্র চোখে পড়ে প্রতিবেদকের।
জানা যায়, হটাৎ করেই রাত সাড়ে ৮ টার দিকে ৪৯০ টাকার করে প্যাকেজ ঘোষণা করে ট্রাকে পন্য বিক্রি শুরু করে ডিলার মোঃ শহীদুল্লাহ (শহীদ)। পন্যগুলোর মধ্যে ছিলো- পেয়াজ-৬ কেজি, তেল ২ লিটার, ডাল-১ কেজি, চিনি – ১কেজি। এ বিষয়ে ডিলার শহীদুল্লাহকে না পাওয়া যাওয়ায় ও তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  রোজলীন শহীদ চৌধুরী জানান, টিসিবির পন্য রাতে বিক্রি করা নিয়ম বহির্ভূত।  চেয়ারম্যানের সাথে সমন্বয় করে দিনের বেলায় বিক্রি করার নির্দেশনা দেয়া আছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।