পাকুন্দিয়া, সুখিয়া ইউপি চেয়ারম্যান ব্যাক্তিগত উদ্দ্যোগে ২৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সৈয়দুর রহমান সৈয়দ- পাকুন্দিয়া, কিশোরগন্জ,প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান  জনাব মো: আব্দুল হামিদ টিটু সাহেবের ব্যাক্তিগত উদ্দোগে  ২৫০ পারিবারের মধ্যে (খাদ্যসামগ্রী) উপহার বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন  করা হয়েছে।বুধবার(১৩মে ) সকাল সাড়ে ১১টায়  সুখিয়া ইউনিয়নের হরর্শি  উচ্চ বিদ্যালয় হতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের   যারা করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা চক্ষু লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারেন না এবং তাঁরা যেন খাদ্যের সন্ধানে বইরে বের হতে না হয় এমন ২৫০ টি পরিবারকে খাদ্য সহাযতা ( উপহার সামগ্রী) দেন সুখিয়া ইউপি চেয়ারম্যান জনাব মো: আব্দুল হামিদ টিটু সাহেব। এ সময় ইউনিয়নের ৪ নংওয়ার্ডে – হেলাল উদ্দিন হেলাল ( মেম্বার) মহিলা মেম্বার খোশনার আক্তার বেবী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আবুল কারাম আজাদ,ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক, মো: আ: কাইয়ুম সহ  স্হানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।ইউপি চেয়ারম্যান দৈনিক এই আমার দেশকে জানান তিনি করোনার এই দূরযোগ মূহত্য- উনার উপহার সামগ্রী চলমান থাকবে।

পাকুন্দিয়া, সুখিয়া ইউপি চেয়ারম্যান ব্যাক্তিগত উদ্দ্যোগে  ২৫০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ–সৈয়দুর রহমান সৈয়দ- পাকুন্দিয়া, কিশোরগন্জ,প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান  জনাব মো: আব্দুল হামিদ টিটু সাহেবের ব্যাক্তিগত উদ্দোগে  ২৫০ পারিবারের মধ্যে (খাদ্যসামগ্রী) উপহার বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন  করা হয়েছে।বুধবার(১৩মে ) সকাল সাড়ে ১১টায়  সুখিয়া ইউনিয়নের হরর্শি  উচ্চ বিদ্যালয় হতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের   যারা করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে মানুষ কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা চক্ষু লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারেন না এবং তাঁরা যেন খাদ্যের সন্ধানে বইরে বের হতে না হয় এমন ২৫০ টি পরিবারকে খাদ্য সহাযতা ( উপহার সামগ্রী) দেন সুখিয়া ইউপি চেয়ারম্যান জনাব মো: আব্দুল হামিদ টিটু সাহেব। এ সময় ইউনিয়নের ৪ নংওয়ার্ডে – হেলাল উদ্দিন হেলাল ( মেম্বার) মহিলা মেম্বার খোশনার আক্তার বেবী, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক, আবুল কারাম আজাদ,ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক, মো: আ: কাইয়ুম সহ  স্হানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।ইউপি চেয়ারম্যান দৈনিক এই আমার দেশকে জানান তিনি করোনার এই দূরযোগ মূহত্য- উনার উপহার সামগ্রী চলমান থাকবে।