পাকুন্দিয়ায় ১৬০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সৈয়দুর রহমান সৈয়দ- পাকুন্দিয়া, কিশোরগন্জ,প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ( স্কুল এন্ড কলেজ) এর সভাপতি, সমাজ সেবক আলহাজ্ব মকবুল হোসেনের ব্যাক্তিগত উদ্দোগে  ১৬০০ পারিবারের মধ্যে (খাদ্যসামগ্রী) উপহার বিতরণের আনুষ্ঠানিক উদ্ভোধন  করা হয়েছে। রবিবার (১৯এপ্রিল) সকালে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়াডের স্হানীয় সমাজ সেবকদের হাতে আলহাজ্ব মকবুল হোসেন এর পক্ষে উপহার সামগ্রী তুলে দেন জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ( স্কুল এন্ড কলেজ) এর অধ্যক্ষ আবু জাফর মোঃ আকরাম উদ্দিন। এ সময় চরফরাদী ইউনিয়নের সমাজসেবক আঃ মান্নান, জাঙ্গালিয়া ইউনিয়নের সমাজসেবক বিল্লাল হোসেন, আলহাজ্ব মকবুল হোসেন এর প্রতিনিধি হুমায়ুন কবির (হুমায়ুন মাস্টার) কামরুল হাসান, সেচ্ছাসেবকলীগের যুগ্নঅাহবায়ক নূর মোহাম্মদ লোহানি ডাবলু  সহ স্হানীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।আলহাজ্ব মকবুল হোসেন এর প্রতিনিধি হুমায়ুন কবির (হুমায়ুন মাস্টার) জানান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ( স্কুল এন্ড কলেজ) এর সভাপতি, সমাজ সেবক আলহাজ্ব মকবুল হোসেন এর নির্দেশে ৯ টি ইউনিয়ন ১টি পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে সমাজ সেবকদের কে নিয়ে যারা করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা চক্ষু লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারেন না এবং তাঁরা যেন খাদ্যের সন্ধানে বইরে বের হতে না হয় এমন ১৬০০ জনকে পরিচয় গোপন রেখেই বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দিয়ে আসা হবে।