পাকুন্দিয়ায় চন্ডিপাশা ইউনিয়নে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের কর্মীরা

সৈয়দুর রহমান সৈয়দ- পাকুন্দিয়া, কিশোরগন্জ,প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনা ভাইরাসের কারণে কৃষি শ্রমিক নেই, ধান পাকতে শুরু করেছে, চলে এসেছে রমজান মাস, আকাশের অবস্তাও ভাল নেই। যে কোন সময়েই হতে পারে ঝর বৃষ্টি। এমন চিন্তায় উপজেলায় বোরো ধান ঘরে তুলতে দিশেহারা হয়ে পড়েছেন লক্ষাধিক কৃষক। তাই স্বেচ্ছাশ্রমে উপজেলার পৌরসদরের মধ্যপাকুন্দিয়া এবং চন্ডিপাশা ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা রোজা রেখেই ধান কেটে দিল কৃষকদের। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মধ্যপাকুন্দিয়ার কৃষক বাবুল মিয়ার জমির ধান কেটে বাড়ীতে দিয়ে আসেন উপজেলা ছাত্রলীগের কর্মি জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগের কর্মীরা এবং চন্ডিপাশা ইউনিয়নের আওয়ামীলীগ এর সভাপতি ডা. ইব্রাহিম, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মাহাবুবুর রহমান( রাসেল) ও যুগ্ন আহবায়ক শেখ নূর মোহাম্মদ আহাদ, নাজমূল বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি  সাধারন সম্পাদকদের নিয়ে ১৫/২০ জন কৃষক আলম মিয়ার ধান কেটে দিল। কৃষক বাবুল মিয়া জানান, বাজারে কামলা (কৃষি শ্রমিক) নেই, নিজের লোক নেই, কিভাবে ধান কাটব এ নিয়ে চিন্তিত ছিলাম। রাতে এলাকার জাহাঙ্গীর আলম কে সমস্যার কথা বলি সকালে ১০/১২ জন এসেই ধান কাটা শুরু করেন। দুপুরের মধ্যেই ধান কেটে বাড়িতে দিয়ে যায়।  আগে কখনও এভাবে কাউকে কাজ করতে দেখিনি।আমি খুবই আনন্দিত দোয়া করি আল্লাহ ওদের মঙ্গল করুন। চন্ডিপাশার কৃষক মো. আলম মিয়া জানান, আমি রমজানে চিন্তিত হয়ে গিয়েছিলাম, তাদের এই মহৎ কাজের জন্য তাদের আমি ধন্যবাদ জানাই।
ছাত্রলীগের কর্মীরা দৈনিক এই আমার দেশকে বলেন, বাংলাদেশের সকল ক্লান্তিলগ্নে মানবতার সেবায়বাংলাদেশ ছাত্রলীগ ছিলো,আছে,থাকবে। আমাদের প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহুদয় কৃষকের ধান কেটে দিয়েছেন তাই দেখে অনুপ্রেরিত হই কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান এর নির্দেশনায় করোনা ভাইরাসের জন্য শ্রমিক সংকট থাকায় পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে দরিদ্র চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে।পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় চাষীর ধান কেটে দিব এবং করোনা ভাইরাস এসময়ে গরীব হতদরিদ্র মানুষের কিছু খাদ্য সহাযতা দিতে পেরে নিজেদের ভাল লাগছে।