পাকিস্তান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারত

সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তান সীমান্তে অতিরিক্ত তিন হাজার সেনা মোতায়েনে করেছে ভারত। শনিবার (১৯ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক ব্যাটালিয়ান অতিরিক্তে সেনা মোতায়েন করেছে ইসলামাবাদ। চীনকে সমর্থন জানাতে ভারতের ওপর বাড়তি চাপপ্রয়োগের অংশ হিসেবে এই সেনাদের মোতায়েন করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।

এরই প্রেক্ষিতে এবং সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তান সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।সেনারা নিয়ন্ত্রণ রেখায় সন্ত্রাসীদের অনুবেশের চেষ্টা ঠেকাতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, কাশ্মীরের শ্রীনগর সফর করেন ভারতের সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতিও খতিয়ে দেখেন। এসময় সেনা কর্মকর্তারা তাকে নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি জানান। এরপরই পাক সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়।