পাইকগাছায় সমাপনী অনুষ্ঠানে ৩৬ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান

মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী অনুষ্ঠান রোববার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে মেলায় স্টল প্রদানকারী ৩৬ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লোনাপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, শিক্ষা কর্মকর্তা খান আলমগীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, বৈজ্ঞানিক কর্মকর্তা শাওন আহম্মেদ, হাশমী সাকিব, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, আমার বাড়ী আমার খামার প্রকল্প ব্যবস্থাপক জয়া রাণী রায়, তথ্য সেবা কর্মকর্তা তন্বী দাশ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, গণশিক্ষার প্রোগ্রাম কর্মকর্তা শেফালী খাতুন, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উত্তরণের মাহফুজা সুলতানা ও ইসলামিক ফাউন্ডেশন শওকত হোসেন। উল্লেখ্য, দুইদিন ব্যাপী অনুষ্ঠান সূচির মধ্যে র‌্যালী, আলোচনা সভা, উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শন, মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।