পাইকগাছার গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও পোশাক সহ বিভিন্ন উপকরণ বিতরণ

মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল ও পোশাক সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এলাকার ৬৯জন গ্রাম পুলিশকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাই সাইকেল, পোশাক, টর্চ লাইট, লাঠি ও বাঁশি সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী গ্রাম পুলিশদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, একটি এলাকার আইন শৃংখলা পরিস্থিতি কতটা স্বাভাবিক রয়েছে তা অনেকটাই নির্ভর করে গ্রাম পুলিশদের ওপর। সীমিত সুযোগ-সুবিধার মধ্য দিয়ে গ্রাম পুলিশরা এলাকার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু বলেন, করোনাকালীন সময়ে চুরি-ছিনতাই সহ ছোট খাটো অপরাধের প্রবণতা বেড়েছে। এ ক্ষেত্রে গ্রাম পুলিশদের আরো বেশি সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।