পাঁচগাঁও ইউনিয়নের চেয়্যারম্যান হিসেবে স্বপথ নিলেন তরুন

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী থেকে : চাটখিল উপজেলার ৬নং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে স্বপথ নিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন তরুন। নোয়াখালী জেলা প্রসাশনের কার্য্যালয়ে তিনি স্বপথ গ্রহন করেন। বিকালে ৬নং ইউনিয়ন কার্যালয়ের মাঠে নব নির্বাচতি চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন পরিষদ। এসময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী। উলেখ্য, গত ১৪ অক্টোবর চাটখিল উপজেলা ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জয়লাভ করেন আওয়ামীলীগ প্রার্থী সৈয়দ মাহমুদ হোসেন তরুন। উপজেলা নির্বাচন কমিশনের অফিস সূত্রে জানাযায়, বিগত ১০বছরে ৬নং পাঁচগাঁও ইউনিয়নে ভোট হয়েছে ৪বার, দুই বার নির্বাচন এবং দুই বার উপ-নির্বাচন। দুইবারে নির্বাচনে তরুন জয়লাভ না করলেও দুই উপনির্বাচনে তিনি জয় লাভ করেন। ২০১০ সালের নিবাচনে সাবেক চেয়ারম্যান মিরন হোসেনের অকাল মৃত্যুতে পাঁচগাঁও ইউনিয়নে উপনির্বাচন সংগঠিত হয়েছে। প্রয়াত মিরনের স্ত্রী মধুর সাথে ভোট করে সৈয়দ মাহমুদ হোসেন তরুন নির্বাচিত হোন। পরবর্তীতে ২০১৫ সালে নির্বাচনে জয়লাভ করে বজলুর রহমান বাবুল। ১১ই জুন ২০১৯ইং পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান হৃদক্রীড়া বন্ধ হয়ে চাটখিলের একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করেন তার, মৃত্যুর চার মাস পরে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা ইমাম হোসেন টিপুকে হারিয়ে আবারও উপনির্বাচনে জয় লাভ করেন সৈয়দ মাহমুদ হোসেন তরুন।