পলাশবাড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ এর গাইবান্ধা জেলা শাখার আয়োজনে করোনা ভাইরাস (কোভিট ১৯) প্রতিরোধে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা ১৫ মার্চ রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা বিএমএ সভাপতি ডাঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ও জেলা স্বাচিব সদস্য সচিব ডাঃ শাহিনুল মন্ডল এস আই শাহিনের আহবানে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা ৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন এবিএম আবু হানিফ। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর প্রশাসক আবু বকর প্রধান, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধায়ক আনিছুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি লুদমিদা পারভীন ছন্দা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলী রেজা মোস্তফা গোলাপ, যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাদুল্যাপুর উপজেলা যুবলীগে সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম স্বাধীন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, সাংবাদিক আশরাফুল ইসলাম,মাসুদুর রহমান মাসুদ, আমিরুল ইসলাম কবির, ফকিরহাট কেন্দ্রীয় মসজিদের ইমাম মজিবর মাওলানা, ডাঃ টিটন কুমার, ডাঃ মাহবুবুর রহমান তালুকদার, সিএইচসিপি মিনহাজুল ইসলাম,এইচ এন আল আমিন, এস এস এন খলিলুর রহমান, পল্লী চিকিৎসক শাপলা প্রমুখ। সভায় বক্তারা করোনা ভাইরাস নিয়ে আতংঙ্কিত না হয়ে আরো বেশী সচেতন হওয়ায় আহবান জানান এবং সকল সময়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকাতে বলেন। এছাড়াও বিদেশ ফেরত ব্যক্তিদের বিষয়ে বাধ্যতামুলক ১৪ দিন চিকিৎসকের তত্বাবধানে থাকতে হবে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা মেডিক্যাল অফিসার আরএমও ডাঃ মোনতাসির মামুন শুভ।