পদ্মা -যমুনায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে প্রচন্ড স্রোত-বেসামাল তরঙ্গে নৌযান চলাচল বিঘ্নিত

হাসান চৌধরী -পাটুরিয়া-দৌলতদিয়া থেকে ফিরেঃপদ্মা -যমুনা অববাহিকায় ঢলের ও ভারি বর্ষনের জলরাশি ভয়ংকর রুপে দৌলতদিয়ায় আঘাত হানায় জটিল রুপ ধারনে প্রচন্ড স্রোত তরঙ্গের সৃষ্টিতে কুরুক্ষেত্রে পরিনত হচ্ছে। জলরাশি ঘূর্ণায়মান হওয়ায় বিধ্বস্ত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরী ঘাট। গত ১সপ্তাহ যাবত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে পারাপারের অপেক্ষায় হাজার হাজার ট্রাক, কাভার ভ্যান। ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমা লের যোগাযোগের একমাত্র অন্যতম প্রবেশদ্বার দেশের ডান্ডি নামে খ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট ব্যাপক ভাবে বিপর্যস্থ। ঘাট এলাকায় অপেক্ষমান ট্রাক, কাভার ভ্যানে থাকা পন্য, খাদ্যদ্রব্য পচে নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত এক সপ্তাহ ট্রাকে থাকা লক্ষ লক্ষ টাকার পঁচনশীল পন্য বিনষ্ট হয়েছে। দৌলতদিয়া প্রান্তের অ্যাপ্রোজ রোড নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম প্রায়। দূর্যোগ ও দূর্ঘটনা এড়িয়ে মেকাবেলায় পানি উন্নয়ন বোর্ড, জেলা পুলিশ, বিআইডবিøউটিসি, বিআইডবিøউটিএ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ সকল সংশিষ্টরা এগিয়ে আসছে।দূর পাল্লার যানবাহন পার হয়ে যেতে না পারা পরিবহনের যাত্রীদের অপেক্ষা দুর্বিসহ। নারী, শিশুদের কষ্টে পুরুষ অভিভাবকরা বিদিক- দিশেহারা। করোনায় আতঙ্কিত হচ্ছে ঘাটে আসা আগন্তুকরা। বৃহস্পতিবার কাকডাকা ভোর থেকে দুপুর গড়িয়ে ফেরী সেক্টরের উপ-মহাব্যাবস্থাপক মোঃ জিল্লুর রহমান, ঘাট ব্যাবস্থাপক আবু আব্দুল্লাহ রনি ও এজিএম (মেরিন) আব্দুস ছাত্তারের সঙ্গে এ পতিবেদক হাসান চৌধরী মুঠো ফোনে ঘাট সম্পর্কিত বিষয় বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিআইডবিøউটিসির ঐ সকল কর্মকর্তারা জানান যে, দৌলতদিয়া প্রান্তে তারা ঘাট পর্যবেক্ষন, সংরক্ষন ও মেরামত কাজে ব্যাস্ত । আরো জানান ৫/৬নং ঘাট চালু তবে যৎ সামান্য পরিবহন ও যাত্রী নিয়ে ফেরী পারাপার হচ্ছে। এখনো পর্যন্ত এ রুটে ১৬টি ফেরী সচল চালু অবস্থাতে অবস্থান করছে। ইঞ্জিনিয়ারিং সেক্সনের নির্বাহী প্রকৌশলী আরিচা অ লের দায়িত্ব প্রাপ্ত শরিফুল ইসলাম জানান, অধিকাংশ ফেরী অতি পুরাতন হওয়ায় ইঞ্জিন সহ বিভিন্ন যন্ত্রাংশ অকেজো বা নষ্ট হলেও দ্রত মেরামত করে চালু রাখার প্রেক্ষিতে ফেরী সল্পতা বা সংকট হয় না, যার প্রেক্ষিতে নির্ভিঘেœ পারাপার হচ্ছে সকল প্রকারের যানবাহন ও যাত্রী । বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত রাতের কোচ পারাপারের অপেক্ষায় ছিল উভয় প্রান্তে। এ দিকে ঢাকা আরিচা মহা সড়কে পারাপারের অপেক্ষায় ট্রাক ও কাভার ভ্যানের লম্বা লাইন পরিলক্ষিত হয়। ট্রফিক পুলিশ তাদের রুটিন ওয়ার্ক কার্যক্রম অনুরুপ চালিয়ে যাচ্ছে। পদ্মা –যমুনায় পানি দিন দিন বেড়ে চলেছে নদী বক্ষ অশান্ত বি¯ৃÍন্য তীর ভাঙ্গনের কবলে -দৌলতদিয়া ফেরীঘাট সহ শিবালয়ের আরিচা এলাকার পদ্মা -যমুনা তীরবর্তী এলাকা জুড়ে ভাঙ্গনের কবলে বিলীন হয়েছেও ইতমধ্যে। দিশেহারা হয়ে পড়েছে এ জনপদের জমিজমা ঘড়বাড়ি হারা অসংখ্য ভূমিহীন পরিবার সর্বশেষ আসংকা করা হচ্ছে এ অচলাবস্থায় বন্ধ হয়ে যেতে পারে ফেরী চলাচল। -দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় ২৫০মিটার পদ্মার তীরবর্তী এলাকা নদী গর্ভে বিরীন হয়ে গেছে। জানা যায় শনিবার পদ্মা যমুনায় বিপদ সীমান উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ৯.৪৯ সেমি শনিবার দুপুর পর্যন্ত পরিমাপে দেখা যায়।
হাসান চৌধরী ০১৭২৪৩৩৬৫৯৩, ০৪/০৭/২০২০ইং, মানিকগঞ্জ।