পটুয়াখালী লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় গাড়ি চাপায় পুলিশের মৃত্যু

মোঃ তুহিন শরীফ, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিস্থ পায়রা সেতুর লেবুখালী টোলপ্লাজায় আজ শনিবার বেলা ১টার দিকে চায়না প্রজেক্টের মিকচার গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। আহতদের এম্বুলেন্সযোগে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পুলিশ সদস্য সাখাওয়াত (৪৫) কে মৃত ঘোষণা করেন। নিহতের সঙ্গীয় অপর আরোহী রফিকুল ইসলাম (৫০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘাতক গাড়িটি আটক করেছে। তবে ঘাতক ডাম্পট্রাকের চালক বাকেরগঞ্জের দুধলমৌ এলাকার মোঃ ইমরান হোসেন ​তাৎক্ষনিকভাবে পালাতে সক্ষম হয়। নতুন বছরের প্রথমদিনের এ সড়ক দূর্ঘটনায় পুলিশের মর্মান্তিক মৃত্যুতে দুমকিবাসী শোকাহত।
দুমকি থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বরিশাল থেকে আসা মোটরসাইকেল টোল প্লাজায় দাঁড়িয়ে টোল দেয়ার সময় ব্রীজ পার হয়ে পেছন থেকে আসা পায়রা সেতুর কাজে নিয়োজিত চায়না প্রজেক্টের একটি নম্বরবিহীন ডাম্পট্রাক (মিকচার গাড়ী) টোলের ২ নং লেন দিয়ে দ্রুত বেগে চলে যাওয়ার সময় মোটরসাইকেলে সজোরে ধাক্কা লাগে। এতে আরোহীসহ মোটরসাইকেল ঘাতক গাড়ীর নিচে চাপা পড়ে। মোটরসাইকেলে থাকা ভোলা জেলায় কর্মরত পুলিশ সদস্য সাখাওয়াত সহ ২ আরোহী গুরুতর জখম হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ আঃ সালাম ও এস আই রাজিব হোসেন ঘটনাস্থলে যান।
নিহত পুলিশ কনষ্টেবল সাখাওয়াত’র বাড়ি বরিশালের হিজলাতলা গ্রামে ও আহত রফিকুল ইসলামের বাড়ি বরিশাল কোতোয়ালি থানার কর্ণকাঠি গ্রামে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা যায়।