নড়াইলে ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত এক্সিম ব্যাংক ৩১তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতায় ৮টি খেলা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের দুইটি কোর্টে সকাল ৮টায় শুরু হয় প্রতিযোগিতা। 

বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, জামালপুর, নওগা,মাদারীপুর,পঞ্চগড়,রাঙ্গামাটি, জেলা জয়ী হয়েছে।

খেলায় বাংলাদেশ আনসার ৬৪-২ গোলে দিনাজপুরকে, জামালপুর জেলা ৩০-৪ গোলে গোপালগঞ্জকে, নওয়া জেলা, ২৬-১১ গোলে,ঢাকা জেলাকে,বাংলাদেশ পুলিশ ৪২-৯ গোলে নড়াইল জেলাকে, দিনাজপুর ১৮-১৩ গোলে রাঙ্গামাটিকে, মাদারীপুর ২৩-২ গোলে গোপালগঞ্জকে, পঞ্চগড় ২৯-১৬ গোলে নড়াইলকে, নওগা ১৬-৮ গোলে ফরিদপুর জেলাকে এবং নওগা ১৬-৮ গোলে ফরিদপুর জেলাকে পরাজিত করেছে।

মঙ্গলবার এর আগে জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন,এক্সিম ব্যাংকের পরিচালক লে.কর্ণেল (অব)সিরাজুল ইসলাম (বীর প্রতীক)। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)  ফকরুল হাসান,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান,টূর্ণামেন্ট কমিটির সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি নুরুল ইসলাম,হ্যান্ডবল ফেডারেশনের সহকারি সাধারণ সম্পাদক সালাউদ্দীন আহম্মেদ প্রমুখ।

খেলা দেখতে মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।