নৌ বাণিজ্য বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌ পথই পণ্য পরিবহণে সবচেয়ে উপযুক্ত। এজন্য দেশের বিভিন্ন নদী খনন করে নাব্যতা ফিরিয়ে নৌ বাণিজ্য বাড়াতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। সমুদ্র পথে বাণিজ্যের সুযোগ না থাকলেও বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে যেত।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে সংযুক্ত হয়ে চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমিতে ৫৫ তম ব্যাচের ক্যাডেটদের মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেডের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কর্মজীবনে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের মর্যাদা যেন অক্ষুন্ন থাকে সেদিকে খেয়াল রাখার জন্য নতুন নাবিকদের নির্দেশনা প্রদান করেছেন তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হাতেই মেরিন একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। মেরিন একাডেমিতে ট্রেনিংয়ের পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়।

উল্লেখ্য যে, বর্তমানে দেশে ও বিদেশের বিভিন্ন জাহাজে প্রায় সাড়ে ৪ হাজার মেরিন ক্যাডেট কর্মরত রয়েছেন। যাদের বার্ষিক আয় ২৩০ মিলিয়ন ইউএস ডলার।