নোয়াখালী জেলা শ্রেষ্ঠ, ডিবি নোয়াখালী’র টানা ৪র্থ বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন

নোয়াখালী প্রতিনিধি : বুধবার ২০ই নভেম্বর বিকালে ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম রেঞ্জের অপরাধ পর্যালোচনা ও বিবিধ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অক্টোবর/১৯ এর মাসের অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গ্রেফতারী পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত ও রহস্য উদঘাটন, অস্ত্র ও মাদক উদ্ধার, চিহ্নিত ও তালিকাভূক্ত এবং পেশাদার অপরাধী গ্রেফতার, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কর্ম মূল্যায়নে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার মধ্যে ০৯ (নয়) ক্যাটাগরীতে নোয়াখালী জেলা শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেন। ০৯ (নয়)টি ক্যাটাগরীর মধ্যে শ্রেষ্ঠ এএসআই হিসেবে সুধারাম মডেল থানার এএসআই মোঃ সাইফুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সোনাইমুড়ী থানার এএসআই মোঃ আল-আমিন, শ্রেষ্ঠ ডিএসবি ওয়াচার হিসেবে এএসআই মোঃ সাদ্দাম হোসেন ভূঁইয়া, শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে ডিবি নোয়াখালীর এসআইমোঃ জাকির হোসেন, শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার হিসেবে ডিবি নোয়াখালীর এসআই মোঃ সাঈদ মিয়া এবং হাতিয়া থানার এসআই মোহাম্মদ ইকবাল হোসেন, শ্রেষ্ঠ ডিবি ইউনিট হিসেবে ডিবি নোয়াখালী, শ্রেষ্ঠ থানা হিসেবে সুধারাম মডেল থানা এবং নোয়াখালী শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে (সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার) কাজী মোঃ আবদুর রহিম নির্বাচিত হয়েছেন। এসময় রেঞ্জ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজ খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন খাতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন প্রদান করেন। নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব দীপক জ্যোতী খীসা ও সংশ্লিষ্ট অফিসারবৃন্দ পুরষ্কার গ্রহন করেন। সম্মেলনে অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অপরাধ, ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আবুল ফয়েজ’সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বর/১৯ খ্রিঃ মাসেও নোয়াখালী জেলা ০৬ (ছয়) ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। ডিবি নোয়াখালী টানা ৪র্থ বার শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করল।