নোয়াখালীতে যুবদলের ২ নেতা গ্রেফতার

বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীতে উপজেলা যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আমির হোসেন আমির।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। তারা আরো জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে বেলালকে সুবর্ণচরের চর আমানউলাহ ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে ও আমিরকে আজ সোমবার ভোর রাতে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

হাতিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, হাতিয়াতে মন্দিরে হামলা ও ভাংচুরের মামলায় তাকে আটক করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

অপরদিকে, চরজব্বর থানার (ওসি) মো.জিয়াউল হক যুবদল নেতা বেলালকে কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে এখনো কিছু জানাননি।

নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন বাংলাদেশ হলো ধর্মীয় সম্প্রীতির দেশ, এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার মত করে ধর্ম পালন করছে। হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকেও আমিসহ আমাদের দলীয় অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে পুলিশ। প্রশাসনের প্রতি আহ্বান জানাবো ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের বিচার আওতায় আনা হোক এবং নিরাপদ কোন লোক কে হয়রানি না করা।

সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন ও হাতিয়া উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির কে হয়রানি মূলক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে, নোয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে সুমন ও আমিরের গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিঃশর্ত মুক্তির দাবি করছি।