নোয়াখালীতে পুলিশ বি.এন.পি সংঘর্ষঃ ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাঃ ৩ জনকে কারাগারে প্রেরণ

নোয়াখালী প্রতিনিধি ঃ শনিবার বি.এন.পি পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সুধারাম থানায় জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সহ ১৫০ বিএনপি নেতা কর্মির বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেফতারকৃত তিন নেতাকে জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির হোসেন জনান, শনিবার সকাল ১১ টায় নোয়াখালী প্রেস ক্লাব আঙ্গিনায় ও সামনের সড়ক অবরোধ করে বিএনপি সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় উপস্থিত উশৃঙ্খল বেআইনী জনতা পুলিশের উপর ইট পাটকেল হামলা করে টিএসআই আবদুল বাতেন সহ ৩ পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দিদারুল আলম চেয়ারম্যান, রাহেল রাসু ও রমজান আলীকে গ্রেফতার করে। এ ব্যাপারে সুধারাম থানার সেকেন্ড অফিসার এসআই বিপুল ঘোষ বাদি হয়ে এ তিন জনের নাম দিয়ে অজ্ঞাত নামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে। রবিবার গ্রেফতারকৃত জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রাহেল রাসু ও রমজান আলীকে সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। উল্লেখ্য শনিবার সকাল ১১ টায় খালেদা জিয়ার মুক্তির দাবীতে নোয়াখালী জেলা বিএনপি প্রেসক্লাব আঙ্গিনায় সমাবেশ শুরু করলে পুলিশ লাঠি চার্জ করে সভা পন্ড করে দেন। এসময় দু’পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে পুলিশের লাঠিচার্জে বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মী ও বিএনপি কর্মীদের ইট পাটকেল নিক্ষেপে সুধারাম থানার এস.আই আবদুল বাতেন সহ ৩ পুলিশ আহত হয়।