নুসরাতের ভাইকে ব্যাংকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান চাকরি পেয়েছেন। প্রধানমন্ত্রীর সহায়তায় তাকে এনআরি গ্লোবাল ব্যাংকে চাকরি দেওয়া হয়। ব্যাংকটিতে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয় আজই।

সোমবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যায় নুসরাতের পরিবার। এসময় এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি নোমানের নিয়োগপত্রটি প্রধানমন্ত্রীকে দেন। প্রধানমন্ত্রী সেটি তুলে দেন নোমানের হাতে।

গণভবনে প্রধানন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন নুসরাতের বাবা এ কে এম মুসা, মা শিরিনা আক্তার ও তার দুই ভাই। এসময় তাদের সান্ত্বনা জানিয়ে শেখ হাসিনা বলেন, দুষ্কৃতকারীদের কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। নুসরাতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।