নীলফামারীতে মাদরাসা শিক্ষকদের মানববন্ধন

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয় করণসহ সাত দফা দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।
আজ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা সভাপতি আবু মুসা ভ‚ঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক লেবু মিয়া, সহসভাপতি জনাব আলীসহ জেলার ছয় উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
বক্তরা দাবী করে বলেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলো জাতীয় করণ না হওয়ায় দীর্ঘ ৩৭ বছর থেকে এসব মাদরাসার শিক্ষকরা বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে।
তাই আগামী ২০২১-২০২২ অর্থ বছরে অর্থ বরাদ্দ প্রদানের মাধ্যমে দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলো জাতীয় করণ করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন শেষে মাদরাসা জাতীয় করণসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।