নীলফামারীতে দুই দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ ”এসো গড়ি নারীবান্ধব হাসপাতাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দুই দিনব্যাপী স্বাস্থ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে আধুনিক সদর হাসপাতালে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। ১৮ ও ১৯ ডিসেম্বর দুই দিনব্যাপী উদ্বোধনী স্বাস্থ্য মেলায় নারীবান্ধব হাসপাতাল সম্পর্কিত বিবাহিত নারী, কিশোর/কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক, নারী সহিংসতা, গর্ভবতী নারীদের স্বাস্থ্য বিষয়ক ও স্তন ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার বিষয়কসহ বিভিন্ন রোগের পরামর্শের প্রায় দশটি কর্ণার পরিদর্শন করেন অনুষ্টানের প্রধান অতিথি। স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকার বাস্তবায়নে, আধুনিক সদর হাসপাতালের আয়োজনে ও নারীপক্ষের সহযোগিতায় দুইদিনের স্বাস্থ্য মেলার উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, পুলিশ সুপার আশরাফ হোসেন ও হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর ডাঃ রাজিউল হক সহ আরো অনেকে।