নীলফামারীতে আইটি সেমিনার অনুষ্ঠিত

মনিরুজ্জামান লেবু

দেশের বেকারত্ব দূরীকরণে আইটি সেক্টরে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে নীলফামারীতে সেমিনার করেছে “নেক্সটবাংলা আইটি”। শুক্রবার বেলা ১১ টায় নীলফামারী চেম্বার ভবনে সেমিনারের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার রতন চন্দ্র রায়, নেক্টবাংলা আইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদুজামান অন্তর,
ব্যবস্থাপনা পরিচালক জাহিদা সুলতানা ও মহাব্যবস্থাপক সাব্রি হোসেন উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে উপস্থিত প্রায় তিনশত জন অংশগ্রহনকারীর মধ্য থেকে র‌্যাফেল ড্র, লিখিত ও ভাইভার মধ্য দিয়ে ৫০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচিত এই ৫০ জন নেক্সট বাংলার সৌজন্যে বিনামূল্যে তিনটি কোর্স করতে পারবেন।