নারী ও শিশু নির্যাতন বিরোধী কার্যক্রম ও বিট পুলিশিং কার্যক্রম সমাবেশ অনুষ্ঠিত

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে শনিবার (১৩ফেব্রুয়ারি) ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চত্তরে সকাল ১১টায় বিরামপুর থানা কর্তৃক আয়োজিত নারী ও শিশু নির্যাতন বিরোধী কার্যক্রম ও বিট পুলিশিং কার্যক্রম ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিট পুলিশিং নং-১ এবং ওয়ার্ড নং-১। প্রতিপাদ্য বিষয় হলো-“আপনার পুলিশ আপনার পাশে”

নারী ও শিশু নির্যাতন বিরোধী সমাবেশ এবং বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠানে আলোচনা সভায় ওসি মনিরুজ্জামান এর সভাপতিত্বে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (শিক্ষানুবেশকাল) বেলায়েত হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-১নং মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,থানার তদন্ত (ওসি) মতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন-সরকার নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতন রয়েছে এবং নারী ও শিশু নির্যাতনের কোন ছাড় নেই সে যে দলেরই হোক না কেন বিরামপুরে যাতে নারী ও শিশু নির্যাতনের মত ঘটনা না ঘটে সে দিকে পুলিশের পাশাপাশি সকলের খেয়াল রাখতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন-ইউপি সদস্যগণ,সুধীজন, ইমাম,শিক্ষক, ছাত্র-ছাত্রী,অভিভাবক, সাংবাদিক প্রমূখ।