নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দাবিতে গঙ্গাচড়ায় মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ ও সরকারি বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণে রংপুরের গঙ্গাচড়ায় গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে মানববন্ধন করা হয়েছে। অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রবেশ গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সাধারণ সম্পাদক মিনা বেগম, কোষাধ্যক্ষ শারমিন হোসেন লিজা, নারীনেত্রী নিলুফা বেগম প্রমুখ। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা সাজু মিয়া লালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাচন অফিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি/সম্পাদকের কাছে স্মারকলিপি দেয় নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।