নানান আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর বজ্রদীপ্ত ৩ এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনীর বজ্রদীপ্ত ৩ এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

বাংলাদেশ সেনাবাহিনীর বজ্রদীপ্ত ৩ এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পুরো সিন্দুকছড়ি জোন ছিলো সাজ সাজ রব।

৫ নভেম্বর দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি এর হাতে ফুলের তোড়া ও উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন বিএএমএস, এনডিসি, পিএসসি জি।

বাংলাদেশ সেনাবাহিনীর বজ্রদীপ্ত ৩ এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়,এতে সকল অতিথি গন অংশগ্রহণ করেন।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে মেজর মোঃ মেহেদী হাসান এসজিপি, বিপিএম গুইমারা রিজিয়ন, মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন পিএসসি গুইমারা রিজিয়ন,মেজর আব্দুল্লা-আল-ফরহাদ গুইমারা রিজিয়ন,লেফটেন্যান্ট সৈয়দ আবু সাঈদ মোত্তালেব গুইমারা রিজিয়ন,মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্নেল এএসএম মঞ্জুরুল কবির পিএসসি, লক্ষিছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল এএইচএম জুবায়ের পিএসসি সহ বিজিবি ও সামরিক পদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ , জনপ্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।