নাটোরে করোনা প্রতিরোধে কাল থেকে মাঠে নামবে সেনাবাহিনী

নেওয়াজ মাহমুদ নাহিদ,নাটোর প্রতিনিধি:নাটোরে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও সতর্কতামূলক ব্যবস্থার জন্য স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নামবে সেনাবাহিনীর ১’শ সদস্য। এজন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ঠিক করতে নাটোরে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা করেছে জেলা প্রশাসন।আজ (মঙ্গলবার) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর মো:কামরুল ইসলাম এর নেতৃত্বাধীন বগুড়া সেনানিবাসের একটি দল সভায় অংশ গ্রহন করেন।সভায় মেজর কামরুল ইসলাম বলেন, সেনাবাহিনীর ১শ’ সদস্য ২৫ মার্চ থেকে নাটোরের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করবে। এর মধ্যে ৫ থেকে ৬ জনের একটি মেডিকেল টিমও থাকবে। সেনাবাহিনীর সদস্যরা শহরের হরিশপুরের রামাইগাছি এলাকায় অবস্থিত টেক্সটাইল ইন্সটিটিউটে অবস্থান নেবে। সভায় অন্যান্যদেও মধ্যে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সকল উপজেলার নির্বাহী অফিসার, সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।