নাজমুল হুদা ‘ইন’, আব্বাস ‘ওকে’

শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে নাজমুল হুদা ও মির্জা আব্বাস-ছবিতে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। আর মির্জা আব্বাসের বৈধতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের আবেদন নামঞ্জুর করেছে।

ফলে নাজমুল হুদা একাদশ সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় ‘ইন’ করলেন। আর মির্জা আব্বাস আগের মতোই ‘ওকে’ থেকে গেলেন।

নির্বাচন ভবনে শনিবার (০৮ ডিসেম্বর) শুনানি করে তাদের দু’জনকেই নির্বাচনে থাকার আদেশ দিল নির্বাচন কমিশন।

এর মাধ্যমে নাজমুল হুদা ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র থেকে ও মির্জা আব্বাস ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হলেন।