নাইক্ষ্যংছড়ি বিএলআরআই এর অাঞ্চলিক কেন্দ্র পরির্দশন করলেন সচিব রওনক মাহমুূূদ

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আঞ্চলিক কেন্দ্র,পরির্দশন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সচিব রওনক মাহমুদ। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ১৯৮৯-৯০ ইং সনে প্রতিষ্ঠিত বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রের বিছামারায় অবস্থিত খামারের গয়াল, মায়া হরিণ, ব্রাউন বেঙ্গল ছাগল, ভেড়া, হিলি এবং পাহাড়ি মুরগির খামার পরিদর্শন করেন। এর পর তিনি রেড চিটাগাং ক্যাটেল উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প (২পর্যায়) ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাত সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্প এর আওতায় নবনির্মিত আর সি সি শেড উদ্বোধন করেন। যাওয়ার পথে উপকার ভোগীদের খামার পরির্দশন করে সন্তুষ্টি প্রকাশ করে নাইক্ষ্যংছড়ি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাইট ইনর্চাজ কে এম সাদ্দাম হোসেনসহ কর্মরতদের প্রশংসা করেন তিনি। পরিদর্শনকালে সচিব রওনক মাহমুদের সাথে ছিলেন, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য অধিদপ্তর এর মহাপরিচালক কাজী শামস আফরোজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল জলিল ও ড. এস এম জাহাঙ্গীর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেক আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও সাইট ইনচার্জ কে এম সাদ্দাম হোসেন, কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ওয়াহিদুল আলম, বান্দরবান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলামুর রহমান, বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা জনাব অনিল কুমার সাহা,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক মো: জয়নাল আবেদীন টুক্কু, সাংবাদিক ইউনুছসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমূখ।