নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ৯৭০০ পিচ ইয়াবাসহ আটক ২

জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন’র তত্ত্বাবধান ও পরিকল্পনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।
সোমবার (২৪ মে) ভোর ৪ টায় এসআই মুহাম্মদ গোলাম মোস্তফা, এসআই মুহাম্মদ নূর ইসলামসহ একদল পুলিশ নাইক্ষ্যংছড়ি সদর এলাকায় অভিযান পরিচালনা করে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটার (টেকপাড়ার) মৃত আনোয়ার আলমের ছেলে আবদুল হক ওরপে বাবুল(৫২),
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি এলাকার জারুলিয়াছড়ির মৃত আলী আহমদের ছেলে আবুল কালাম(৩৮) কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সাংবাদিকদের কাছে সত্যতা নিশ্চিত করেন।