নাইক্ষ্যংছড়ির ২ হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে করোনা সংক্রমণ বৃৃদ্ধি পাওয়ায এ লকডাউনে প্রশাসনের টহল জোরদার করা হয়েছে। শনিবার (৭ আগষ্ট) দুপুর ২ টায় নাইক্ষ্যংছড়ির বাইশারী বাজারে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ জাহিদ তুহিন, বাইশারী বাজার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় খাবার হোটেল খোলা রাখায় ২ হোটেল মালিক তিন হাজার টাকা জরিমানা করেন।
হোটেল ২টি হলো জাহাঙ্গীর ম্যাচ কে ২ হাজার টাকা, রাশিয়া ঝাল বিতান এন্ড কুলিং কর্ণার কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নবাগত নির্বাহী অফিসার বেগম সালমা ফেরদৌস বলেন, উপজেলার বিভিন্ন অলিতে-গলিতে ঘুরে ঘুরে দেখেছেন এবং স্বাস্থ্য বিধি সম্পর্কে সবাইকে সচেতন করছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়িতে কঠোর ভাবে লকডাউন পালিত হচ্ছে। উপজেলার ১২টি স্থানে পুলিশের বিশেষ টিমের পাহারা বসানো হয়েছে।