নাইক্ষ্যংছড়ির দুর্গম দোছড়ি থেকে ১৮৮০ পিচ ইয়াবাসহ আটক ১

জয়নাল আবেদীন টুক্কু, বান্দরবান প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়িতে ১৮৮০ পিচ ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। তার নাম আবদুল মালেক (৩৫)। সে দোছড়ি ইউনিয়নের বাহির মাঠ এলাকার মৃত মোস্তাক আহাম্মদের ছেলে। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (১৬ মে) বিকেল ৫ টার দিকে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়কের নির্দেশে হাবিলদার শাহ আলম দুপুর দেড়টার দিকে দোছড়ি ইউনিয়নের দুর্গম এলাকার বাংলাদেশ- মিয়ানমার সীমান্তের রিং রোড় নামক স্থানে অভিযান চালিয়ে তাকে এসব ইয়াবাসহ আটক করে বিজিবি। এলাকাবাসী জানান, সে একজন পেশাদার ব্যবসায়ী। এজন্য বিজিবিকে সাধুবাদ জনান এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, এই পয়েন্ট দিয়ে একটি বড় সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছে। বিজিবি আঁচ করতে পেরে এ প্রথম সীমান্তের দোছড়ি থেকে ইয়াবাসহ এ ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন। নাইক্ষ্যংছড়ি বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লে কর্নেল শাহ মোঃ আবদুল আজিজ আহমদ বলেন,সীমান্তে বিজিবি সদা তৎপর রয়েছে। অপরাধীদের ছাড় দেয়া হচ্ছে না। তার অধিনস্থ এলাকায় নজরদারী বাড়ানো আছে। তিনি উদ্ধার হওয়া ইয়াবা ও আটক মালেককে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয় বলে জানান।