নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে থেকে ৮টি অগ্নি অস্ত্রসহ গুলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-১৫

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,বাম্দরবান: গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুর গহীন পাহাড়ে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল ও ৬টি দেশীয় তৈরি অস্ত্রসহ ৪ সন্ত্রাসীওক গ্রেফতার করে র‍্যাব।

এসময় র্যাব জানায় আটককৃত ৪ জনই রোহিঙ্গা। শুক্রবার (৭ জানয়ারী) ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুর গহীন পাহাডে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের আটক করে র‍্যাব। আটককৃতরা হলেন মোহাম্মদ নুর,(৩২) পিতা মৃত আশুক জামান,নাজিমুল্লাহ (৩৪) পিতা ইমাম হোসেন,আমান উল্লাহ (২৩)পিতা ছৈয়দুল ইসলাম,মোঃ খাইরুল আমিন (১৯) পিতা আব্দুর সাবুর। তারা উভয়ে মিয়ানমারের নাগরিক। বর্তমান ঠিকানা রোহিঙ্গা ক্যাম্প উখিয়া কক্সবাজার। কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।এছাড়াও র‍্যাব এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, উপজেলার তুমব্রুর গহীন অরণ্যে সন্ত্রাসীদের অবস্থানের কথা জানতে পেরে তারা অভিযান চালায়। অভিযানে এসব অগ্নি অস্ত্রসহ রোহিঙ্গাদের আটক করা হয়।
আটক ৪ রোহিঙ্গার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।