নাইক্ষ্যংছড়িতে ১কোটি ৩৯ লাখ ৫০হাজার টাকার ইয়াবাসহ আটক-৫

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে ৪৬ হাজার ৫শত পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারীকে আটক করেছ। সোমবার (১৬ আগষ্ট) রাতে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ রাকিবুল হাসান,এসআই আবু বক্কর, এসআই আমর চন্দ্র বিশ্বাস,এএসআই ইসমাইলসহ পুলিশের একটি বিশেষ টিম নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ ছালামী পাড়ায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন। এসময় পুলিশ ৫ মাদক কারবারীকে আটক করেন।

পুলিশ জানান গোপন সংবাদের ভিত্তিতে বদিউল আলমের বাড়ির পাশে চাকঢালা সড়কের কালভার্টের উপরে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ ৫ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হন। উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক মূল্য ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা। আটককৃতরা হল ছৈয়দ উল্লাহ (৫০) পিতা মৃত মৌলভী জাকের হোসেন,সাং দক্ষিণ ছালামী পাড়া,সৈয়দ আলম (৪০) পিতা মৃত মকবুল আহাম্মদ,আবুল কাশেম (৩৫) পিতা মৃত আলী আহাম্মদ,সাং চেরার কুল, মোঃ ইব্রাহীম খলিল (৩২) পিতা মৃত আমির হামজা সাং রামুর গর্জনিয়া থিমছড়ি,ছাবের আহাম্মদ (৫৫) পিতা মৃত গোপাল হোসেন। সাং উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প নং ৪, বল্ক নং ডি/৮ বলে জানা গেছে। থানা পুলিশের অভিজ্ঞ চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তবে পুলিশে এ অভিযান অব্যহত আছে এবং থাকবে।