নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ৪৯তম মহান বিজয় দিবস। এ উপলক্ষে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সোমবার ( ১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের আগে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ৮ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি ছালেহ অাহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,শরীরচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠিানের আয়োজন করা হয়। বেলা ১২ টায় ঐ বিদ্যালয়ের হল রুমে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, পুরুষ্কার বিতরণ ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় প্রীত ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ,আনসার, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। কুচকাওয়াজে সালাম গ্রহন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিউলাহ বলেন, এই মাস বিজয়ের মাস দেশকে স্বাধীন করতে এদিনে চুড়ান্ত বিজয়ের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পায়। যারা এই দেশকে ভালোবেসে যুদ্ধ করেছে তাদেরকে জানায় লাখো সালাম। শিশুদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস সর্ম্পকে চেতনা জাগিয়ে তুলার আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ( ওসি) অানোয়ার হোসেন, জেলাপরিষদ সদস্য ক্যনেওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা,ভাইস চেয়ারম্যান মহিলা শামীমা অাক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া,উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, ওসি (তদন্ত) কানু চৌধুরী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল অাবছার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অালম কাজল,দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল অাবেদীন টুক্কু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি অাব্দুর সাত্তারসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।