নাইক্ষ্যংছড়িতে ডিসির পাঠানো ৭শত কর্মহীন দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ বৈশ্বিক সমস্যা করোনা সংকটের কারণে নাইক্ষ্যছড়িতে জেলা প্রশাসক কর্তৃক পাঠানো কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের জন্য ঘোষিত সরকারি খাদ্যশস্য বিতরণ রবিবার (২৯ মার্চ) থেকে শুরু হল। এ দিন প্রাথমিক ভাবে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় ১৮০ জনকে এ খাদ্যসামগ্রী দেয়া হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা বলেন,সোমবার সহ মোট দু’দিনে ৭০০ জন কর্মহীন দরিদ্র মানুষের কাছে খাদ্যশস্য (ত্রাণ) পৌঁছিয়ে দেয়া হবে। তিনি আরো বলেন,জনসমাগম এড়ানোর জন্য উপকার ভোগীদের ঘরে ঘরে গিয়ে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। পণ্যাদী প্যাকেট থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রত্যেকটা ধাপে কাজ করছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন জনপ্রতিনিধিগণ। প্রতিটি প্যাকেজে থাকছে, ১০ কেজি করে চাল, ৫০০ গ্রাম করে ডাল ও ৫০০ গ্রাম করে তৈল । অপরদিকে নাইক্ষ্যছড়ি উপজেলার বাইশারীতেও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে এ খাদ্যশস্য বিতরণ করা হয়।