নাইক্ষ্যংছড়িতে গাছ কাটতে গিয়ে রোহিঙ্গা কাঠুরিয়া নিহত

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম দোছড়িতে গাছ কাটার সময় গাছের গোড়ালীতে ধাক্কা লেগে আব্দুল মজিদ (৪২)  নামের এক রোহিঙ্গা কাঠুরিয়া নিহত হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুতুপালং এর রোহিঙ্গা ক্যাম্পের মৃত্যু বশির আহমেদ ছেলে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার দেলোয়ার হোসেন জনান,নিহত ওই রোহিঙ্গা শ্রমিক উপজেলার দুর্গম দোছড়ি ইউপির কোলাছিস্থ ডলুর ঝিরি নামক এলাকায় গাছ কাটছিল।
গাছ কাটার শেষ মুহূর্তে গাছের গোড়ালী ছিঁটকে পড়ে তার গায়ে ধাক্কা লাগে ঘটনা স্থলে সে মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের প্রেরণ করেন।
নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ টান্টু সাহ ঘটনার সততা নিশ্চিত বলেন এ বিষয়ে থানা অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।