নাইক্ষ্যংছড়ির গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ 

নাইক্ষ্যংছড়ির গ্রামীণ সড়ক যেন মরণফাঁদ
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, বাম্দরবান –
দীর্ঘ ২০বছর সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে মধ্যম বাইশারীর সড়কের কালবাট গুলো  স্থানীয়দের অভিযোগ, বেহাল দশার এই সড়কটিতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হলেও শুরু হয়নি সংস্কারকাজ। মধ্যম বাইশারীর একমাত্র প্রাণকেন্দ্র মসজিদ ও  আব্দুর রহমান ইবনে আউফ হেফজখানা ও রহমানিয়া এতিমখানার ছাত্র-ছাত্রী মসজিদ  গামি মুসল্লিগণ  সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করছে বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রীসহ ট্রাক, অটোরিকশা ভ্যান, মোটরসাইকেলসহ ছোট বড় অনেক যানবাহন।
কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় ইট উঠে অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত এবং কালভার্ট ভেঙ্গে সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হচ্ছে । বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এই সড়ক চলাচলকারিরা।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি  প্রতিশ্রুতি দিলেও এই পর্যন্ত বাস্তবায়নের কোন উদ্যোগ গ্রহণ করেনি
বলে জানান স্থানীয়রা।
তবে এখন আর শুধু আশ্বাসের কথা নয়, মধ্যম বাইশারীর এই জনগুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন ওই এলকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
 সংবাদ প্রেরক-
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,
বান্দরবান প্রতিনিধি,
মোবাইল নং ০১৮১১২৬৯২৩৪