নাইক্ষ্যংছড়িতে কাল এক দিনেরসফরে আসছেন মন্ত্রী বীর বাহাদুর

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,বান্দরবানঃ পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এক দিনের সফরে কাল নাইক্ষ্যংছড়িতে আসছেন। তিনি বান্দরবান নিজ বাসবভন থেকে শনিবারসকাল ৭টায় রওনা দিয়েগাড়ীযোগে সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি রেষ্ট হাউজে পৌঁছবেন। প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, পার্বত্যমন্ত্রীর আগমনের কর্মসূচীতে – ১০টা ৪৫ মিনিটে  নাইক্ষ্যংছড়ির সদরের জেলাপরিষদ রেষ্ট হাউজ হতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে  বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধন করবেন। এ ছড়া ১১টা ৩০ মিনিটে বৈধ্যছড়ায় এলজিইড়ি নির্মিত ব্রিজ  উদ্বোধন ও জনসভায় যোগদান করে।

সড়ক পথে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুতে উপস্থিত হওয়ার কথা ১টা ৩০ মিনিটে। সেখানে এলজিইডি ,তত্ত্বাবধানে  নির্মিত ইউনিয়ন পরিষদ ভবনসহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের  এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন শেষে  ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করবেন। বিকেলে মেরিন ড্রাইভ হয়ে বান্দরবানের  উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার কথা সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান  অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ প্রতিবেদকে জানানপার্বত্যমন্ত্রী সফর উপলক্ষে  উপজেলা প্রশাসন,আইন শৃংঙ্খলা বাহিনী,নাইক্ষ্যংছড়ি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  যৌথ ব্যবস্থাপনায় মন্ত্রীর আগমনের  নিরাপত্তা বেষ্টনিসহ সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে । মন্ত্রীর আগমনের নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীর পক্ষে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে  জনগুরুত্বপূর্ণ স্থান গুলিতে গেইট, ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে।