নতুন করে শনাক্ত ১২০২ জনঃ ১৫জনের মৃত‍্যু

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৮ জনে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬৫ জনে। নতুন করে সুস্থ হয়েছে ২৭৯ জন। এ নিয়ে মোট সু্স্থ হয়েছেন ৩ হাজার ৮৮২ জন।

শুক্রবার (১৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৫৩৯টি। নমুনা পরিক্ষা করা হয়েছে ৮ হাজার ৫৭৯টি। এদের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জন। মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৫ জন। নতুন করে মৃত্যুবরন করেছেন ১৯ জন। মৃতদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৮ জন।

বয়স ভিত্তিক পর্যালোচনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, এবং ২১থেকে ১০ বছরের মধ‍্যে একজন।