নড়াইলে ত্রাণের চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে এজাহার দায়ের

উজ্জ্বল  রায়  নিজস্ব  প্রতিবেদক  নড়াইলঃ সরকারি ত্রাণ সহায়তার (জিআর) ২৮০কেজি চাল আত্মসাতেরঅভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীও ইউপি সচিব মহিদুল ইসলামের বিরুদ্ধে নড়াগাতি থানায় এজাহার দায়ের হয়েছে।উজ্জ্বল  রায়  নিজস্ব  প্রতিবেদক  নড়াইল থেকে জানান,  মঙ্গলবার (২১এপ্রিল) রাতে কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মো: আজিমউদ্দিন বাদী হয়ে নড়াগাতি থানায় এজাহারটিদায়ের করেন।এজাহার সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জয়নগরইউনিয়নের হতদারিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ত্রাণের(জিআর) ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। ৯ এপ্রিল বরাদ্দকৃত চালদরিদ্রদের মাঝে বিতরণ শেষে মাস্টার রোলের কপি জয়নগর ইউপি চেয়ারম্যানআলাউদ্দিন চৌধুরী ১২এপ্রিল উপজেলা নির্বাহী কার্যালয়ের ত্রাণ শাখায় দাখিলকরেন। জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও ইউপি সচিব মহিদুল ইসলামযোগসাজশে প্রকৃত ভোক্তাদের নিকট চাল বিতরণ না করে ভুয়া মাস্টার রোল দাখিলকরেছেন, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরাবিষয়টি তদন্ত করেন। তদন্ত শেষে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে,ওই ইউনিয়নের৪নং ওয়ার্ডের ৫০টি নামের মাস্টার রোলের মধ্যে ২৮টি নামের অনুকূলে চালবিতরণ না করে ভুয়া মাস্টার রোল দাখিল করেছেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনচৌধুরী ও ইউপি সচিব মহিদুল ইসলাম । জনপ্রতি ১০কেজি হারে ২৮টি নামেরবিপরীতে ২৮০কেজি চাল বিতরণ না করে তা আত্মসাত করা হয়েছে। মঙ্গলবার রাতেঘটনা উল্লেখকরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব)সৈয়দ মো: আজিমউদ্দিন বাদী হয়ে নড়াগাতি থানায় এজাহারটি দাখিল করেন।নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, কালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তার দায়েরকৃত এজাহারটি আমলে নিয়ে থানায় জিডি এন্ট্রি করে বুধবার(২২ এপ্রিল) দুদক যশোর সমন্বিত কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী সঙ্গে কথা বলার জন্যচেষ্টা করা হলে তার মোবাইল ফোন (০১৭১৯-১৬০০০৯) বন্ধ পাওয়া যায়