নড়াইলের মেয়ে যৌতুকলোভী স্বামীর নির্যাতনে মৃত্যুর অভিযোগ!

উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধিঃ নড়াইলের মেয়ে যৌতুকলোভী স্বামীর নির্যাতনে  মৃত্যুর অভিযোগ। নড়াইল সদর পৌরসভা মহিষখোলা গ্রামের মেয়ে  গৃহবধূর জান্নাতুল লায়লা, যৌতুকলোভী স্বামীর নির্যাতনে মৃত্যু। নড়াইল পৌরসভা মহিষখোলা গ্রামের জামানের বোন, জান্নাতুল লায়লার, বিয়ে হয় যশোরের, চৌগাছা, তিলেতপুর, গ্রামের এনামুল কবিরের সঙ্গে। প্রায় ১৫ বছর আগে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, জান্নাতুল লায়লার পরিবারে দুটি ছেলে সন্তান আছে। বিয়ের কিছুদিন যেতেই। যৌতুক লোভী এনামুল কবির বিভিন্ন সময়ে যৌতুকের জন্য চাপ দিতে থাকে, স্ত্রী জান্নাতুল লায়লাকে। জান্নাতুল লায়লা নিজের সংসার ও বাচ্চাদের কথা চিন্তা করে বিভিন্ন সময় বাপের বাড়ি থেকে যৌতুক নিয়ে নিজের সংসার টিকিয়ে রাখছিল, যৌতুক পেয়েও জান্নাতুল লায়লার উপরে নির্যাতন বন্ধ হয়নি। জানা গেছে জান্নাতুল লায়লার-স্বামী এনামুল কবির নিজের স্ত্রী রেখে অন্যথায় পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরকীয়ার ঘটনা জানাজানি হলে, স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র আকারে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে গতকাল জান্নাতুল লায়লার উপরে শারীরিক নির্যাতন করে। মৃত্যু জান্নাতুল লায়লার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন দেখা যায়। জান্নাতুল লায়লার” ভাই জামান, জানান জান্নাতুল লায়লা শুধু আমার বোন না। আমার আপনার ও বোন। নড়াইল পৌরসভা মহিষখোলা গ্রামে বিদুৎ অফিসের পশ্চিম পাশে জান্নাতুল লায়লার বাবার বাড়ী। জান্নাতুল লায়লার ছোট সন্তানের মাত্র ২ মাস বয়স।
গতকাল যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জান্নাতুল লায়লার পোস্টমর্টেম করা হয়েছে।আজ সকালে বাবার বাড়ীতে দাপন করানো হয়েছে।উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।