নগরীর গাংপাড়া উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী নগরীতে শাহ্মখদুম থানাধীন পবা নতুন পাড়া গাঙ্গের ধারে দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করছে। হঠাৎ গতকাল বৃহস্পতিবার পানি উন্নয়ন বোড মাইকিং করে জানান যে যে এই ঘর গুলো সরিয়ে নিতে। অন্যথায় শনিবার অভিযান চালানো হবে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকালে রাজশাহী নওগাঁ-মহসড়কে শাহ্মখদুম থানার মোড়ে গাংপাড়ার বাসী মানববন্ধন করেন।

তাদের অভিযোগ, বিগত প াশ বছর যাবত তারা এই এলাকায় বসবাস করে আসছে। যদি সল্প সময়ের ব্যবধানে তাদের উচ্ছেদ করা হয় তা হলে পরিবার নিয়ে তাদের খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন উপায় থাকবে না।
অত্র অ লে বসবাস রত আনুমানিক ৫০০ পরিবারের জায়গা জমি কিছুই নেই। মানবিক বিবেচনার করে যথাযথ পূর্ণবাসনের পর উচ্ছেদের আহবান জনান।