নওগাঁয় বাসদ এর প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষে লাল পতাকা মিছিল

নাদিম আহমেদ অনিক, নওগাঁ প্রতিনিধি- নওগাঁয় মহান রুশ বিপ্লবের ১০৩তম ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুর্নীতি,নারী নির্যাতন, ধর্ষন ইত্যাদির প্রতিবাদে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় নওগাঁ জেলা বাসদ এর উদ্দোগে লাল পতাকা মিছিল শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহড়ের মুক্তির মোড় শহীদ মিনারে এক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দুপুর ১:৩০ টায় আয়োজন সম্পন্ন করা হয়।

বাসদ নওগাঁ জেলা আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ নওগাঁ জেলার সদস্য সচিব মঙ্গল কিসকু।বাসদ জেলা কমিটির সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নওগাঁ এর সভাপতি কালিপদ সরকার, দেবলাল টুডু,রবিউল টুডু, আলিফ পাহান।

সমাবেশে সংহতি জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিপিবির নওগাঁ জেলা সভাপতি কমরেড মহসীন রেজা।

এ সময় বক্তারা বলেন, আজকের সমাজ পুঁজিবাদের কবলে পড়ে হিমসিম খাচ্ছে। আজকে জনজীবনের সংকট পুঁজিবাদেরই সংকট।সুতরাং পুঁজিবাদকে রেখে সমাজের আমূল পরিবর্তন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, সমাজে খুন- ধর্ষন নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিনত হয়েছে। একদিকে বেকারত্ব বেড়েছে অপর দিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে।
এসব সংকট মোকাবিলায় গন আন্দোলনের পথ ধরে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতন্ত্র কায়েমের আহ্বান জানান বক্তারা।

এ সময় বাসদ নওগাঁ জেলা এর সদস্যদের পাশাপাশি প্রমুখ উপস্থিত ছিলেন।