নওগাঁয় দুই মাসের শিশু সন্তান রেখে মায়ের আত্মহত্যা

নাদিম আহমেদ অনিক, বিশেষ প্রতিনিধি: নওগাঁর মান্দায় দুই মাসের দুধের শিশুকে রেখে রিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১৮ অক্টোবর) রাতে সাড়ে ১০টায় সকলের অজান্তে বাড়ির পেছনে একটি গাছের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত রিনা খাতুন মদন চক গ্রামের মোঃ ইন্তাজ আলীর মেয়ে ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোঃ ময়নুর ইসলামের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২ মাস পূর্বে পার্শ্ববর্তী মহাদেবপুর থানার একটি প্রাইভেট ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একটি সন্তানকে পৃথিবীর আলো দেখান রিনা খাতুন। কিন্তু সন্তান জন্মদানের পর সে মানুষিক রোগে আক্রান্ত হয়। সে তার শিশু সন্তানকে কোলে নায় না এমনকি তাকে বুকের দুধও পান করাতেন না। সিজারিয়ান অপারেশনের পর থেকে সে বাবার বাড়িতে আছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করে রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে। তবে তদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।