দোকানের সামনে দাঁড়িয়ে ডিম খাওয়ায় ১৭ বছরের কিশোরকে গুলি!

এই আমার দেশ ডেস্ক : দোকানের সামনে দাঁড়িয়ে ডিম খাওয়া নিয়ে বিরোধের জেরে ১৭ বছরের এক কিশোরের উপর চালানো হয় গুলি। গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ভারতের উত্তর-পূর্ব দিল্লির জ্যোতিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

ভারতীয় একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায়, শুক্রবার এক গয়নার দোকানের সামনে দাঁড়িয়ে ডিম খাচ্ছিলো মনীশ নামের ১৭ বছরের এক কিশোর ও তার বন্ধুরা। এ সময় দোকানের সামনে ভিড় জমায় তাদের দাঁড়ানো নিয়ে আপত্তি তোলেন গয়নার দোকানের মালিক উমেশ বর্মা। পরে এ বিষয় নিয়ে দোকান মালিকের সঙ্গে কথা কাটাকাটি হয় মনীশ ও তার বন্ধুদের। এক পর্যায়ে লোক ডাকেন দোকানের মালিক উমেশ বর্মা। দোকান মালিক পক্ষের লোকজন এসে গুলি চালায় ১৭ বছর বয়সী ওই মনীশের উপর।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, দোকান মালিকের লোকজন মনীশের বুকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত গুরু তেগবাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থা স্থিতিশীল হয়।

আরও পড়ুন: দুর্নীতিমুক্ত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা বেশি: খাদ্যমন্ত্রী

মনীশকে গুলি করার ঘটনায় উমেশ বর্মাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অতুলকুমার ঠাকুর।