দেশ ব্যপী সাম্প্রদায়ীক হামলার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল

নাদিম হায়দার
ব্যুরো চীফ মুন্সিগঞ্জ

“সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে” এ শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে দেশ ব্যপী সংঘটিত নারকীয় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন-গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে গতকাল শনিবার উপজেলার সন্তোষপাড়া মোড়ে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ভোর ৬ টা থেকে গণঅনশন-গণঅবস্থান শুরু করে দুপুর ১২ টায় প্রতিবাদ সভা করা হয়।

পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সিরাজদিখান থানার মোড় প্রদক্ষিন করে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য যুব পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ছাত্র পরিষদের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক মানুষ এতে অংশ গ্রহণ করে।

পরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি বাবু বিমল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন রাজবংশীর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিসুর রহমান রিয়াদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, বয়রাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী আলাউদ্দিন, সাবেক চেয়ারম্যান মোঃ সোহাগ, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, সাধারণ সম্পাদক জয় হরী মল্লিক, যুগ্ন সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত ঘোষ।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দেবনাথ, সাধারণ সম্পাদক দিলিপ, মালখানগর ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নব কিশোর, মালখানগর ইউনিয়ন যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক দাস, কোলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন গাঙ্গুলী, এছাড়া একাত্বতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি প্রকল্প বিষয়ক সম্পাদক সুমন আহমেদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তান কমান্ড সভাপতি মাহমুদুল হাসান ঝন্টুসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।