দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (০৭ ই ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালিভাবে তিনি টিকা কার্যক্রম উদ্বোধন করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, “এখন পর্যন্ত যারা করোনার টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। এতে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।সারা বছরই টিকাদান কার্যক্রম চলবে।”

ইতোমধ্যেই রাজধানী ঢাকাসহ সারাদেশে রবিবার শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। এক হাজার পনেরোটি কেন্দ্রে সকাল থেকে টানা দুপুর আড়াইটা পর্যন্ত চলেছে টিকাদান কার্যক্রম।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনার টিকা নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরাসহ আরও দুইজন বিচারপতি। টিকা নেওয়া অন্য দুই বিচারপতি হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহীম ও একই বেঞ্চের অপর বিচারপতি মোস্তাফিজুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, “প্রাথমিকভাবে ১৮ বছরের কম বয়সী এবং গর্ভবতী নারীসহ কিছু মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে না। কোভিড-১৯ ভ্যাক্সিন বা টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের পরবর্তী ২৮ দিন বা চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।”