লবন নিয়ে বিএনপি-জামাতের গুজব দেশপ্রেমিক প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা রুখে দিয়েছে

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী থেকে : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লবন নিয়ে বিএনপি-জামাতের গুজব, দেশপ্রেমিক প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা রুখে দিয়েছে। দুর্নীতির দাযে খালেদা জিয়া জেলে, তার ছেলে তারেক রহমান দুর্নীতি ও ভয়ংকর অপরাধের জন্য ট্যামস নদীর ওপার থেকে বাংলাদেশে এসে আর ক্ষমতা গ্রহণ করতে পারবে না। ৪৪ বছরে দক্ষ প্রশাসক ও সফল কুটনৈতিক রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গরীব দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। তিনি নেক্সটস জেনারেশন সম্পর্কে ভাবেন ও চিন্তা করেন। সড়কের শৃঙ্খলার জন্য আইন করা হয়েছে, কাউকে জেল জরিমানা করার জন্য নয়। বন্ধবন্ধু কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মতই দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভাল বাসেন। তিনি যা ভাবেন দেশের মঙ্গলে জনগণের মঙ্গলে তা করেন। নিজেদের স্বার্থেই মালিক শ্রমিকদের এই আইন মেনে দেশের স্বার্থে ধর্মঘটের পথ পরিহার করার আহবান জানিয়ে বলেন, জনগণকে জিম্মি করবেন না। জনগণের মঙ্গলের মাধ্যমেই জনসেবা করুন। তিনি বুধবার নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, সাবেক মন্ত্রী শাজাহান কামাল এমপি। বক্তব্য রাখেন ফেনীর নিজাম উদ্দিন হাজারী এমপি, নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, এইচ এম ইব্রাহিম এমপি, মোরশেদ আলম এমপি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শিল্পপতি এটিএম এনায়েত উল্যা। ওবায়দুল কাদের বলেন, শ্লোগান দিয়ে নেতা হওয়া যায় না। একজন রাজনীতিকের সবচেয়ে পাওয়া মানুষের ভালবাসা। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে রাজনীতিবিদ হওয়া যায় না। বঙ্গবন্ধু কন্যা আমার পরিশ্রম, আমার মেধা ও আমার সততাকে স্বীকৃতি দিয়েছেন তাই আমি তাঁর কাছে চির কৃতজ্ঞ। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এগ্রেসিভ এটিসিউটের কোন দাম নেই রাজনীতিতে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ধৈর্য্য, দক্ষতা, ত্যাগ, সাহসই তাঁকে আজ বিশ্বের দরবারে অনন্য স্থানে পৌঁছিয়েছে। আমরা তাঁর কর্মী এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তারা আন্দোলনে ব্যর্থ, রাজনীতিতে ব্যর্থ, ঐক্য করতে গিয়ে ব্যর্থ হয়ে এখন শুধু বিদেশীদের দরবারে ধর্না দিচ্ছে আর নালিশ জানাচ্ছে। বিএনপি এখন বাংলাদেশ নালিশ পার্টিতে রূপান্তর হয়েছে। বিএনপি কোন ইস্যু না পেয়ে একবার পেয়াজ ইস্যু একবার চাল ইস্যু একবার লবন ইস্যু করার চেষ্টা চালাচ্ছে। কোন লাভ হবে না। দেশে লবনের দরকার দেড় লাখ টন জমা আছে ৬ লাখ টন। পেয়াজ সংকট কেটে গেছে। চাউল উদ্বৃত্ত আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করছি। আমাদের ১৪ লাখ টন চাউল মজুদ আছে। এদিকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সভাপতি পদে অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি পুননির্বাচিত হয়েছেন। আগামী ৩ বছরের জন্য তাদেরকে আবারও দায়িত্ব দেয়া হলো। এর আগে বুধবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে জেলার সম্মেলনের সভাস্থল মাইজদী ভুলু স্টেডিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এ কমিটি ঘোষনা করেন। এ কমিটির নেতৃত্বে পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।