দুর্নীতি মামলার তদন্তের দীর্ঘসূত্রতা কমিয়ে আনার চেষ্টা করবে দুদক

নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ মন্তব্য করেছেন, দুর্নীতি মামলার তদন্তের দীর্ঘসূত্রতাকে বড় সমস্যা উল্লেখ করে সেটি কমিয়ে আনার চেষ্টা করা হবে। আইনের যথাযথ ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে তৎপর থাকবে বর্তমান কমিশন।

আজ বুধবার (১০ মার্চ) দুদক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, শুধু আইন দিয়েই দুর্নীতি কমানো যাবে না। নিজ নিজ অবস্থান থেতে সচেতন হবে। দুদকের অভ্যন্তরীণ স্বচ্ছতা বজায় রাখা হবে।

নবনিযুক্ত কমিশনার জহুরুল হক বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করবে দুদক। অর্থপাচার রোধের চেষ্টা করা হবে।

বুধবার সকাল ১১ টায় নতুন চেয়ারম্যান ও কমিশনার জহুরুল হক সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এলে তাদের অভ্যর্থনা জানান দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

উল্লেখ্য যে, গত ৩ মার্চ কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে দুদকের নতুন চেয়ারম্যানের দায়িত্ব দেয় সরকার। সেই দিনই দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান জহুরুল হক।