দীর্ঘ পাঁচ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ওসমানীনগর আ’লীগ

জুবেল আহমেদ, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধিঃ দলীয় কোন্দল আর হানাহানীর কারণে সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার প্রায় ৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ওসমানীনগর উপজেলা আ’লীগ। উপজেলা আ’লীগের দুই সদস্য কমিটি দিয়ে খুড়িয়ে খুড়িয়ে প্রায় ৫ বছর অতিবাহিত করেছে। অবশেষে দীর্ঘ ৫ বছর পর হলো সেই প্রতীক্ষার অবসান। সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ পেল পূর্ণাঙ্গ কমিটির দেখা। বুধবার জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন পেয়েছে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ।

কমিটিতে স্থান পেলেন যারাঃ

সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া,আব্দুল হামিদ, হাজী মকবুল আলী, পিনাক পানি ভট্টাচার্য, শেরওয়ান আহমদ, নেপা মিয়া, গোলাম কিবরিয়া (চেয়ারম্যান), হারুন মিয়া (সাবেক চেয়ারম্যান), আলাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী (নাজলু), যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, অরুনোদয় পাল ঝলক, তফজ্জুল হুসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সহিদুর রহমান সহিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ চুনু মিয়া, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (মুন্না), ধর্ম বিষয়ক সম্পাদক কয়েছ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক চয়ন পাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তার আহমদ মিনছার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মস্তান, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা হক লস্কর, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুস শহিদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক এডভোকেট জাহেদ সুমন, শ্রম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী (ফয়েজ চৌধুরী), সাংস্কৃতিক সম্পাদক ডি. কে জয়ন্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাকির আহমদ সাহিন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, আনা মিয়া, লুৎফুর রহমান, সহ-দপ্তর সম্পাদক ফজলুর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল আহমদ, কোষাধ্যক্ষ শাহনুর রহমান শানুর।