দালাল ফরিয়ারা কৃষকদের নাম ভাঙ্গিয়ে গুদামে ধান বিক্রি করতে চাইলে ব্যবস্থা নেয়া হবে -বিভাগীয় কমিশনার

সুনামগঞ্জ প্রতিনিধি:: বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান পিএএ বলেন, জেলায় বোরো ফসলের পর এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বরাবরই কৃষকরা ধান সরকারি মূল্যে গুদামে বিক্রি করতে পারছেন না অভিযোগ উঠে থাকে।  এমন অভিযোগ আর শুনতে চাই না।  প্রকৃত কৃষকরাই গুদামে ধান দিতে পারবে। প্রতিজন কৃষক ১ টন করে গুদামে ধান দিতে পারবেন।  কোন দালাল ফরিয়া কৃষকদের নাম ভাঙ্গিয়ে গুদামে ধান বিক্রি করতে চাইলে ব্যবস্থা নেয়া হবে। প্রকৃত কৃষকরা যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।  গতকাল বুধবার বিকেলে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ ২০১৯-২০২০ এর আওতায় ধান সংগ্রহের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো: আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শাহীন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  মোহাম্মদ সফর উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারিয়া মুস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক। কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন আবুল বরকত। উল্লেখ্য, জেলায় খাদ্য গুদামে ২৬ টাকা কেজিতে ৮ হাজার ১১৮ মে: টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।